পলিটিশিয়ানের কাজ মামলা দিয়ে সমস্যা সলভ করা না, নিজের রাজনীতিতেই যে মামলার চাইতে সাধু ও মধু আছে, তারে সামনে আইনা জনগনের আস্থা চাওয়া। মামলা হল দুর্বলের আর ক্ষমতাবানের টুল। এইটা ডাকসু ভিপি সাদিককে বলছি। ভুক্তভোগিরা কেউ কেউ আইনের কাছে যেতেই পারেন, কিন্তু ডাকসু ভিপি হিশেবে সাদিক নিজে মামলাকে প্রমোট করার ঘটনা তার অসহিষ্ণুতা প্রমাণ করে।
পলিটিশিয়ানের কেন্দ্র কোর্টরুম হয় না কখনোই, পলিটিশিয়ানের নিজেই কেন্দ্র হয়ে উঠতে পারার ব্যাপার আছে। দেখবেন, পলিটিশিয়ান নিজে মামলা করেন না কখনো। মামলার মুখোমুখি হন এবং সাবজেক্ট হন।
কোর্ট কাছারির ছাপোশা কারবার রাজনীতিরে ছোট করে, খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদের সময় বিএনপি যখন মামলার উদ্যোগ নিল, তখন কইতেছিলাম আমরা।
সেই সময়, খালেদাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা কোন দেওয়ানি ইস্যু ছিল না, হাসিনার রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। রাজনীতিরে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে পারার একটা ব্যাপার আছে, কিন্তু তখন বিএনপি নেতৃত্ব ও ব্যরিস্টার মওদূদ প্রমুখ আদালতের হাতে ছেড়ে দিয়েছিল মঈনুল রোডের বাড়িকে। যেহেতু সেই সময় তাদের রাজনীতি ছিল না। ফলে তারা ব্যর্থ হলেন। এইখানে সাদিকও ব্যর্থ হবেন। ফলে, ডাকসু ভিপি ও অন্যান্য ডাকসু নেতাদের জন্য ভাল হবে, যদি সব মামলা তুলে নেন এখনই, ভুল স্বীকার করে। রাজনৈতিকভাবেই মোকাবেলা করা শেখেন।
#রিফাতহাসান